>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ অর্থাৎ উনার পবিত্র জন্মদিন মুবারক , পবিত্র শবে কদর শরীফ হতেও বেশি ফযিলত ও তাৎপর্যের দাবিদার

 নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ অর্থাৎ উনার পবিত্র জন্মদিন মুবারক  , পবিত্র শবে কদর শরীফ হতেও বেশি ফযিলত ও তাৎপর্যের দাবিদার



উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিছ হযরত শাহ আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিখ্যাত ও সমাদৃত কিতাব  " মাসাবাতা বিস সুন্নাহ " শরীফ কিতাবে বর্ণিত বর্ণনা করেন ,  কুল-মাখলূক্বাতের নবী ও রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন তাজেদারে মদিনা , রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ অর্থাৎ উনার পবিত্র জন্মদিন মুবারক  , পবিত্র শবে কদর শরীফ হতেও বেশি ফযিলত ও তাৎপর্যের দাবিদার । এর পক্ষে তিনি কয়েকটি যুক্তি ও কারণ  উপস্থাপন করেন । 

প্রথমত: শবে বিলাদত শরীফ হলো হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সত্তার প্রকাশ রজনী  আর শবে কদর হলো উনাকে দানকৃত একটি পবিত্র রজনী ।অতএব শবে কদর হতে ঈদে মীলাদে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি ফযিলতপূর্ণ । 

দ্বিতীয়ত: হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনার অবতীর্ণ হয় বলে শবে কদরের মর্যাদা । আর প্রিয় নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের কারণে হয়েছে  পবিত্রত শবে বিলাদত শরীফ উনার ফযিলত ও বুযূর্গী । 

তৃতীয়ত: পবিত্র শবে কদর শরীফ কেবল উম্মতে মুহম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উপর ফদ্বল ও করম অবতীর্ণ হয় । আর পবিত্র শবে বিলাদত শরীফে সমগ্র সৃষ্টির উপর রহমত ও বরকত নাযিল হয় । সুতরাং এ দিন অন্যান্য দিন অপেক্ষা অত্যাধিক বরকত ও রহমতপূর্ণ । এমনকি পবিত্র মাহে রমাদ্বান শরীফ মাসের ফযিলত এ মাসের ( পবিত্র বরিউল আউওয়াল শরীফ) তুলনায় কম । কারণ পবিত্র মাহে রমাদ্বান শরীফ বুযূর্গীর দাবিদার । এ জন্য যে, এ মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ হয় । পক্ষান্তরে পবিত্র বরিউল আউওয়াল শরীফ মাস উনার বুযূর্গী হচ্ছে - এ মাসে ছাহিবে করআন (কালামুল্লাহ শরীফ)  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাশরীফ মুবারক এনেছেন ।

সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।

কুল-মাখলূক্বাতের নবী ও রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন তাজেদারে মদিনা , রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মর্যাদাপূর্ণ থু-থু মুবারকের মু'জিযা শরীফ ।

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

কুল-মাখলূক্বাতের নবী ও রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন তাজেদারে মদিনা , রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের অনুপম দৃষ্টান্ত

  কুল-মাখলূক্বাতের নবী ও রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন তাজেদারে মদিনা , রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের অনুপম দৃষ্টান্ত :-