>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

চীশতিয়া তরীক্বার শাজরা শরীফ - রাজারবাগ শরীফ , ঢাকা ।

চীশতিয়া তরীক্বার শাজরা শরীফ - রাজারবাগ শরীফ , ঢাকা ।

সমস্ত প্রশংসা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার, যিনি একক,অন্ন্ত,অসীম,চিরজীবি,সর্বশক্তিমান ,সর্বজ্ঞানী ও বিশ্বস্রষ্টা ।
উনার সন্তুষ্টি মুবারক লাভই জিন ও ইনসানের একমাত্র কাম্য। যিনি বিশ্ব প্রতি পালক ও বিচার দিনের অধিপতি।বেশুমার ছলাত ও সালাম আমাদের প্রাণের আক্বা, তাজেদারে মদিনা , রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর অনন্তকালের তরে অগণিত ছলাত ও সালাম শরীফ ( দরুদ ও সালাম শরীফ)| যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন ও শরীয়ত , তরীক্বত, হাক্বীক্বত এবং মারিফতের মূল ।

একজন তরীক্বত পন্থীর নিকট 'শাজরা শরীফ ' এর গুরুত্ব অপরিসীম । এর দ্বারা প্রত্যেক মুরিদ তার মুর্শিদ ক্বিবলা উনার সিলসিলাহ কিভাবে নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌঁছল তা জানতে পারে ।

'শাজরা শরীফ ''সিলসিলাহ' দু'টি আরবী শব্দ । এর আভিধানিক অর্থ যথাক্রমে বৃক্ষ ( গাছ ) ও শিকল । আর ইসলামী শরীয়ত এর অর্থ মাশায়িখে ত্বরীকতগণ উনাদের মুবারক নামসমূহ তরতীব; নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। 

একজন মুরিদের জন্য তার মুর্শিদ ক্বিবলা উনার 'শাজরা শরীফ ''সিলসিলাহ' সম্বন্ধে অবগত হওয়া অবশ্যই কর্তব্য ।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার খাছ ওলী মাওলানা হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ' মুরাদুল মুরিদীন ' কিতাবে লিখেছেন , " যে ব্যক্তি মুরিদ হয়েও তার মুর্শিদ ক্বিবলা উনার 'শাজরা শরীফ ' বা'সিলসিলাহ' সম্পর্কে অবগত নয় , সে ব্যক্তির মুরিদ হওয়া অর্থহীন । " 

'মাদারিজুস সালিকীন ইলা রুসুমে তরীক্বিল আরিফীন" সমস্ত সলফি ছালিহীন ও তরীক্বতের শায়িখ গণ উনারা এ কথার উপর একমত হয়েছেন যে , " যে ব্যক্তি তার মুর্শিদ ক্বিবলা উনার 'শাজরা শরীফ ' বা'সিলসিলাহ' সম্পর্কে অবগত নয় , সে অকর্মণ্য ।

বর্তমানে হিজরী পঞ্চদশ শতাব্দীর মুযাদ্দিদ , মুযাদ্দিদে আ'যম , গওছুল আ'যম , হাবীবে আ'যম ,খলীফাতুল্লাহ খলীফাতু রসূলিল্লাহ ইমাম আস সাফফাহ আলাইহিস সালাম রাজারবাগ শরীফ, ঢাকা উনার 'শাজরা শরীফ ' বা'সিলসিলাহ' সম্পর্কে অবগত করানোর জন্যই এ 'শাজরা শরীফ খানা' প্রকাশ করা হলো ।

চীশতিয়া তরীক্বার শাজরা শরীফ

১. ইলাহী বহুরমতে কুল-মাখলূক্বাতের নবী ও রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন তাজেদারে মদিনা , রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।

২. ইলাহী বহুরমতে সাইয়্যিদুল আরব , বাবুল ইলমি ওয়াল হিকমাহ , ইমামুল আদিলীন , আহলু বাইতিন নাবিইয়ি , আমীরুল মু'মিনীন , খলীফাতুল মুসলিমীন , আসাদল্লাহিল গালিব সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহহূ আলাইহিস সালাম ।

৩ . ইলাহী বহুরমতে ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি ।

৪ . ইলাহী বহুরমতে হযরত শায়খ ওয়াহিদ বিন যায়িদ রহমতুল্লাহি আলাইহি ।

৫. ইলাহী বহুরমতে হযরত শায়খ ফুযাইল ইবনে আয়ায রহমতুল্লাহি আলাইহি ।

৬. ইলাহী বহুরমতে হযরত শায়খ ইব্রাহীম ইবনে আদহাম বলখী রহমতুল্লাহি আলাইহি ।

৭. ইলাহী বহুরমতে হযরত শায়খ হুযাইফা মারয়াশী রহমতুল্লাহি আলাইহি ।

৮. ইলাহী বহুরমতে হযরত শায়খ আমীনুদ্দীন হুবায়রা বছরী রহমতুল্লাহি আলাইহি ।

৯. ইলাহী বহুরমতে হযরত শায়খ আবু ইব্রাহীম ইসহাক্ব মামশাদ উলু দিনারী রহমতুল্লাহি আলাইহি ।

১০ . ইলাহী বহুরমতে হযরত খাজা আবূ ইসহাক্ব শামী চীশতী রহমতুল্লাহি আলাইহি ।

১১. ইলাহী বহুরমতে হযরত খাজা আবূ আহমদ আবদাল চীশতী রহমতুল্লাহি আলাইহি ।

১২. ইলাহী বহুরমতে হযরত খাজা আবূ মুহম্মদ চীশতী রহমতুল্লাহি আলাইহি ।

১৩. ইলাহী বহুরমতে হযরত খাজা নাছীরুদ্দীন আবূ ইউসুফ চীশতী রহমতুল্লাহি আলাইহি ।

১৪. ইলাহী বহুরমতে হযরত খাজা কুতুবুদ্দীন মওদূদ চীশতী রহমতুল্লাহি আলাইহি ।

১৫. ইলাহী বহুরমতে হযরত খাজা হাজী শরীফ জিন্দানী রহমতুল্লাহি আলাইহি ।

১৬. ইলাহী বহুরমতে হযরত খাজা উছমান হারুনী রহমতুল্লাহি আলাইহি ।

১৭. ইলাহী বহুরমতে সুলত্বানুল হিন্দ, খাজায়ে খাজগাঁ , মুজাদ্দিদুয যামান ,গরীবে নেওয়াজ , কুতুবুল মাশায়িখ,আওলাদে রসূল ,হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন চীশতী আজমীরী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি ।

তিনি চীশতীয়া তরীক্বার ইমাম । তিনি খাজা সাহেব নামে মশহুর ।

১৮. ইলাহী বহুরমতে কুতুবুয যামান হযরত খাজা কুতবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি ।

১৯. ইলাহী বহুরমতে হযরত খাজা বাবা ফরীদুদ্দীন মাসঊদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি ।

২০. ইলাহী বহুরমতে সুলত্বানুল আওলিয়া মাহবূবে এলাহী হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া আল হানাফী রহমতুল্লাহি আলাইহি ।

২১. ইলাহী বহুরমতে হযরত খাজা আখিঁ সিরাজুদ্দীন উছমান আওদাহী রহমতুল্লাহি আলাইহি ।

২২. ইলাহী বহুরমতে হযরত শায়খ আলাউল হক্ব রহমতুল্লাহি আলাইহি ।

২৩. ইলাহী বহুরমতে হযরত শায়খ নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি ।

২৪. ইলাহী বহুরমতে হযরত শায়খ হুসসামুদ্দীন মানিকপুরী রহমতুল্লাহি আলাইহি ।

২৫. ইলাহী বহুরমতে হযরত শায়খ রাযী হামিদ শাহ রহমতুল্লাহি আলাইহি ।

২৬. ইলাহী বহুরমতে হযরত শায়খ হাসান বিন ত্বাহির রহমতুল্লাহি আলাইহি ।

২৭. ইলাহী বহুরমতে হযরত শায়খ ক্বাযী খান আবূ ইফসুফ নাছিহী রহমতুল্লাহি আলাইহি ।

২৮. ইলাহী বহুরমতে হযরত শায়খ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি ।

২৯. ইলাহী বহুরমতে হযরত শায়খ নাজমুল হক্ব রহমতুল্লাহি আলাইহি ।

৩০. ইলাহী বহুরমতে হযরত শায়খ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি ।

৩১. ইলাহী বহুরমতে হযরত শায়খ কুতুবুল আলম রহমতুল্লাহি আলাইহি ।

৩২. ইলাহী বহুরমতে হযরত শাহ রফীউদ্দীন মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি ।

৩৩. ইলাহী বহুরমতে হযরত শায়খ আব্দুর রহীম মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি ।

৩৪. ইলাহী বহুরমতে রঈসুল মুহাদ্দিসীন, মুজাদ্দিদে মিল্লাত , হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি ।

৩৫. ইলাহী বহুরমতে হযরত শায়খুল মাশায়িখ হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি ।

৩৬. ইলাহী বহুরমতে আমীরুল মুমি'নীন, শহীদে বালাকোট, মুজাহিদে আ'যম, আওলাদে রসূল , মুজাদ্দিদে যামান হযরত শাহ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি ।

৩৭. ইলাহী বহুরমতে কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহ সূফী নূর মুহম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি ।

৩৮. ইলাহী বহুরমতে ওয়াসিল বিল্লাহ , আশিক্বে রসূলিল্লাহ , কুতুবুল ইরশাদ হযরত মাওলানা শাহ সূফী ফতেহ আলী বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি ।

উনাকে রসূলে নো'মা বলা হয় । কারণ তিনি নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত করিয়ে দিতে পারতেন ।

৩৯. ইলাহী বহুরমতে আমীরুশ শরীয়ত ওয়াত তরীক্বত , মুযাদ্দিদে যামান , কুতুবুল আলম , ক্বাইয়্যূমুয যামান শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহিল মা'রুফ মুহম্মদ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি ।

৪০. . ( ক ) ইলাহী বহুরমতে ওলীয়ে মাদারজাত , কুতুবুল আলম, সুলত্বানুল আরিফীন হযরত মাওলানা শাহ সূফী আবু নজম মুহম্মদ নাজমুস সায়াদাত সিদ্দিকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি ।

( খ ) ইলাহী বহুরমতে কুতুবুল আলম , ক্বাইয়্যূমুয যামান , শায়খুল মাশায়িখ হযরত মাওলানা শাহ সূফী আবু নছর মুহম্মদ আব্দুল হাই সিদ্দিকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি ।

৪১. ইলাহী বহুরমতে আমীরুশ শরীয়ত ওয়াত তরীক্বত , মুজাদ্দিদে যামান , কুতুবুল আলম , মাহতাবে তরীক্বত, সুলত্বানুল আরিফীন , মাহীয়ে বিদ'য়াত, মুহইয়ে সুন্নাত , হুজ্জাতুল ইসলাম , রঈসূল মুহাদ্দিসীন , ফখরুল ফুক্বাহা , আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপুরী রহমতুল্লাহি আলাইহি ।

তিনি উপরোক্ত উনাদের দুইজন থেকে খিলাফত প্রাপ্ত হন । তবে উনার প্রধান শায়েখ হচ্ছেন ওলীয়ে মাদারজাত , কুতুবুল আলম, সুলত্বানুল আরিফীন হযরত মাওলানা শাহ সূফী আবু নজম মুহম্মদ নাজমুস সায়াদাত সিদ্দিকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি ।


৪২. ইলাহী বহুরমতে যামানার ইমাম ও মুজতাহিদ , খলীফাতুল্লাহ , খলীফাতু রসূলিল্লাহ , ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত , ইমামুল আইম্মাহ , মুহইউস সুন্নাহ , কুতুবুল আলম , মুজাদ্দিদে আ'যম , হুজ্জাতুল ইসলাম , সুলত্বানুল আরিফীন , সাইয়্যিদুল আওলিয়া , সুলত্বানুন নাছীর , ক্বাইয়্যূমুয যামান , জাব্বারিউল আউয়াল , ক্ববিউল আউয়াল , হাকীমুল হাদিস , জামিউল আলক্বাব, বাহরুল উলুম , মুর্শিদে আ'যম , রসূলে নো'মা,ছহিবু কুন ফাইয়াকুন , ছহিবু সাইয়্যিদিল আই'য়াদ শরীফ , মুত্বাহহার. মুত্বহহির , আছ ছমাদ ,আহলু বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম , আস সাফফাহ আলাইহিস সালাম  আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী ওয়াল হানাফী ওয়াল ক্বাদিরী ওয়াল চিশতী ওয়ান নকশীবন্দী ওয়াল মুজাদ্দিদী ওয়াল মুহম্মদী , মুর্শিদ ক্বিবলাহ ,রাজারবাগ শরীফ , ঢাকা ।


আয় বারে ইলাহী ! উনাদের উসিলায় আমাদের উপর আপনার খাছ রহমত , মুহব্বত ও মা'রিফাত এবং প্রাণের আক্বা, তাজেদারে মদিনা , রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ তাওয়াজ্জুহ , ফায়িয ,যিয়ারত , মুহব্বত ও মারিফাত দান করুন । সুন্নতের পূর্ণ পায়রবী করার তাওফীক দিন । যাহিরী ও বাতিনী দৃঢ়তা আর ইহকাল ও পরকালের সুস্থতা দান করুন । এই সকল বুযুর্গানে দ্বীন উনাদের ফুয়ূজাত, বারাকাত ও কামালিয়াতের পূর্ণ হিসসা নসীব করুন ।
আমিন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন