>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

রবিবার, ১৬ জুলাই, ২০২৩

আফ্রিকা মহাদেশে প্রথম আজান হয় কাইরুয়ান মসজিদ বা উকবা জামে মসজিদ থেকে

 তিউনিসিয়ার একটি বিখ্যাত মসজিদের নাম কাইরুয়ান জামে মসজিদ। ৫০ হিজরি খৃ: বিশিষ্ট ছাহাবী হজরত মুয়াবিয়া রদ্বিআল্লাহু তায়ালা আনহু উনার অন্যতম সামরিক কমান্ডার উকবা বিন নাফি রহমতুল্লাহি আলাইহি ৯ হাজার বর্গমিটার জায়গার ওপর মসজিদটি নির্মাণ করেন।


তিউনিসিয়ার কাইরুয়ান শহরও প্রতিষ্ঠা করেন উকবা বিন নাফি রহমতুল্লাহি আলাইহি। তিনি এই মসজিদ নির্মাণ করেছিলেন বলে কাইরুয়ান জামে মসজিদকে উকবা জামে মসজিদও বলা হয়।



এই মসজিদ থেকে আফ্রিকা মহাদেশের প্রথম আজান উচ্চারিত হয়েছিল বলে- পবিত্র দ্বীন ইসলাম উনার ইতিহাসে এটির গুরুত্ব অপরিসীম। 



শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

তালাক কত প্রকার কি কি?

 

তালাক কত প্রকার কি কি? সে সম্পর্কে আলোচনা করতেেছন রাজারবাগ শরীফের সম্মানিত মুর্শিদ ক্বিবলা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ।