>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

মীলাদ শরীফ পাঠের ফদ্বিলত

মীলাদ শরীফ পাঠের ফদ্বিলত


খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ্ শরীফে ইরশাদ মুবারক করেন :-
"নিশ্চয়ই খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ও উনার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম গণেরা উনার(  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) উপর পবিত্র ছলাত ও সালাম শরীফ পাঠ করেন । হে ঈমানদারগণ, তোমরাও উনার(  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) প্রতি পবিত্র ছলাত ও সালাম শরীফ পাঠ করার মতো পাঠ কর । "( মহাসম্মানিত ও মহাপবিত্র সুরা আহযাব শরীফ :মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফ ৫৬)
বস্তুতঃ বান্দার প্রতি খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার  সরাসরি নির্দেশ হচ্ছে -তারাও যেন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র  ছলাত ও সালাম শরীফ পাঠ করে ।
খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার ছানা-সিফত মুবারক করা যেরুপ অশেষ রহমত ও বরকতের কারণ, তদ্রুপ  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র জীবনী মুবারক নিয়ে আলোচনা করা ছানা-সিফত মুবারক বর্ণনা করাও অসংখ্য ফযিলতের কারণ ।
বলা হয়ে থাকে, "খালিক মালিক রব মহান আল্লাহ পাক  রাব্বুল আলামীন উনার মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ্ শরীফের প্রত্যেকটি মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফে  সাইয়্যিদুল মুরসালীন,ইমামুল মুরসালীন,শাফিউল উমাম,নুরে মুজাসসাম ,হাবীবুল্লাহ্  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছানা-সিফত মুবারক বা প্রশংসা মুবারক করেছেন ।"
মূলতঃ মীলাদ শরীফ পাঠই হচ্ছে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছানা-সিফত মুবারক ও জন্ম বৃত্তান্ত আলোচনা মুবারক করা ও উনার প্রতি পবিত্র ছলাত ও সালাম পাঠ করা।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে  পবিত্র ইরশাদ মুবারক হয়েছে, হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু উনার থেকে বর্ণিত । তিনি বলেন সাইয়্যিদুল মুরসালীন,ইমামুল মুরসালীন,শাফিউল উমাম,নুরে মুজাসসাম ,হাবীবুল্লাহ্  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার জবান মুবারকে ইরশাদ মুবারক করেন," যে ব্যক্তি আমার (  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) উপর পবিত্র ছলাত পাঠ করবে ,মহান আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাযিল করেন ,দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন ।" আরো বলা হয়েছে যে ," ঐ ব্যক্তিই কিয়ামতের দিন আমার(  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ) সবচেয়ে নিকটে থাকবে । যে আমার (  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ) প্রতি অধিকমাত্রায় পবিত্র ছলাত পাঠ করবে ।"( তিরমিযী শরীফ)
সাইয়্যিদুল মুরসালীন,ইমামুল মুরসালীন,শাফিউল উমাম,নুরে মুজাসসাম ,হাবীবুল্লাহ্  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-সিফত মুবারকবর্ণনা করতে গিয়ে খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ্ শরীফে ইরশাদ মুবারক করেন :-
"( হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) আমি আপনার আলোচনা বা প্রশংসা কে সমুন্নত করেছি ।"( মহাসম্মানিত ও মহাপবিত্র সুরা আলাম নাশরাহ্  শরীফ :মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফ ০৪)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে যে, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার জবান মুবারকে ইরশাদ মুবারক করেন," যে আমার( হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার) পবিত্র আলোচনা মুবারক করবে তার জন্য মহান আল্লাহ পাক উনার রহমতের দরজা খুলে দেয়া হবে এবং তার জন্য আমার ( হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার) সুপারিশ ওয়াজিব হবে ।" সুবহানাল্লাহ্ ।
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুম উনারাও সকলে একত্রিত হয়ে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা মুবারক তথা পবিত্র মীলাদ শরীফ পাঠ করেছেন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-সিফত মুবারক বা প্রশংসা মুবারক বর্ণনা করেছেন ।
এ প্রসঙ্গে উল্লেখ করা হয় , হযরত আবু দারদা রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু হতে বর্ণিত যে ,তিনি একদিন  হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হযরত আবু আমের আনসারী রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু উনার ঘরে গেলেন । তিনি সেখানে দেখতে পেলেন যে, হযরত আবু আমের আনসারী রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু উনার নিজ সন্তানাদি ও আত্নীয়-স্বজনদের একত্রিত করে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক উপলক্ষ্যে ( জন্ম বৃত্তান্ত মুবারক) আলোচনা মুবারক করেছেন । এটা দেখে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন," হে আমের (রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু ) ! নিশ্চয়ই মহান আল্লাহ পাক আপনার জন্য উনার ( মহান আল্লাহ পাক) রহমতের দ্বার উন্মুক্ত করেছেন। সকল ফেরেশতা আলাইহিমুস সালাম গণেরা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ।এবং আপনার ন্যায় এরুপ আমল যারা করবে উনারাও আপনার ন্যায় নাজাত পাবে ।" সুবহানাল্লাহ্ ।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে যে," একদিন হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু সেখানকার সকল লোকদের কে উনার নিজ ঘরে একত্রিত করে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ সম্পর্কে আলোচনা মুবারক করেন। যা শুনে উপস্থিত সকলেই আনন্দে চিত্তে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছলাত ও সালাম শরীফ পাঠ করলেন । এমন সময় হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং উনাদের উদ্দেশ্য করে বলেন, আনাদের জন্য আমার ( হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার) শাফায়াত ওয়াজিব হয়ে গেল ।" ( সুবুলুল হুদা ফী মাওলুদি মুস্তফা ) ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।
উপরোক্ত আলোচনা প্রেক্ষিতে বুঝা যাচ্ছে যে , হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্ম বৃত্তান্ত মুবারক নিয়ে আলোচনা মুবারক করা , উনার ছানা-সিফত মুবারক  বা প্রশংসা মুবারক তথা পবিত্র মীলাদ শরীফ পাঠ করা মহান আল্লাহ পাক ও উনার রসূল  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাযাত ও শাফায়েত এবং চির সন্তুষ্টি লাভেরও অন্যতম  কারণ ।
তাই হুজুর  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে জনৈক বুযর্গ কবি কতই সুন্দরই না বলেছেন ," ইয়া রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আমরা  আপনার প্রশংসা মুবারক কি করবো? আপনি তো ঔরুপ যেরুপ আপনর প্রশংসা মুবারক স্বয়ং মহান আল্লাহ পাক করেছন ।"
খালিক মালিক রব মহান আল্লাহ পাক  আমাদের সকলকে হুজুর  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চিনে উনার হাক্বীক্বী প্রশংসা করার তৌফিক এনায়ে ত করূন। আমীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন