>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

নবী প্রেমের উজ্জ্বল দষ্টান্ত হযরত ওয়ায়েস আল-করনী রহমতুল্লাহি আলাইহি

 হযরত ওয়ায়েস আল-করনী রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ



ওহুদ যুদ্ধে( জিহাদ) সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন,খত্বামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দাঁত মুবারক শহিদ হন। আর তৎক্ষণাৎ মহান আল্লাহ পাক খয়রুত  তাবেয়ীন হযরত ওয়ায়েস আল-করনী রহমতুল্লাহি আলাইহি কে  উলহামের মাধ্যমে জানিয়ে দেন। আর তারপর খয়রুত  তাবেয়ীন হযরত উয়ায়েস্ আল-কারনী রহমতুল্লাহি আলাইহি  তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যথা মুুবারক অনুভবের মহব্বতে একটি দাঁত ভেঙ্গে ফেলেন। অতঃপর তিনি চিন্তা করেন কোন মহাসম্মানিত ও মহাপবিত্র দাঁত মুবারক শহীদ হয়েছে তা তো তিনি জানেন না। তাহলে যদি অন্য মহাসম্মানিত ও মহাপবিত্র দাঁত মুবারক হয়? এই ভাবে তিনি এক এক করে সমস্ত দাঁত পাথর দ্বারা ভেঙ্গে ফেলেন।
সুবহানাল্লাহ্।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন