>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বণী ইসরাঈলের এক ব্যক্তির দুইশত বছরের গুনাহ্খাতা মাফের কারণ

বণী ইসরাঈলের এক ব্যক্তির দুইশত বছরের গুনাহ্খাতা মাফের কারণ

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে,বণী ইসরাঈলের এক ব্যক্তির দুইশত বছর হায়াত পেয়েছিল ।তার অনেক গুনাহ্খাতা ছিল । যখন সে ব্যক্তি ইন্তিকাল করলো তখন খালিক.মালিক ,রব মহান আল্লাহ পাক হযরত মূসা কালীমুল্লাহ্ আলাইহিস সালাম উনাকে নির্দেশ মুবারক দিলেন সেই ব্যক্তির জানাযা,দাফন-কাফনের জন্য। মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ্ আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে জানতে পারলেন যে,সে এলাকার লোকেরা তাকে পছন্দ  করেনা । কারণ সে অনেক গুনাহ্ করেছে । এলাকার লোকেরা বলল ,হে মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত মূসা আলাইহিস সালাম ! আপনি জলীলুল ক্বদর নবী ও রসূল (আলাইহিস সালাম) হয়ে এ গুনাহ্গার লোকটির জানাযা,দাফন-কাফনের জন্য কেন এসেছেন?
তখন হযরত মূসা কালীমুল্লাহ্ আলাইহিস সালাম মহান আল্লাহ পাক উনার কাছে আরজ করলেন,আয় খালিক,মালিক,রব মহান আল্লাহ পাক ! এ ব্যক্তিকে এলাকার লোকেরা ভাল বলেনা অথচ আপনি আমাকে নির্দেশ মুবারক করেছেন তার জানাযা,দাফন-কাফনের জন্য, এর কারণ কি? তখন খালিক.মালিক ,রব মহান আল্লাহ পাক বললেন, হে আমার নবী ও রসূল হযরত মূসা আলাইহিস সালাম!আমিও জানি তার কিছু গুনাহ্খাতা রয়েছে । কিন্তু তার এমন একটি খাছ আমল রয়েছে যে আমলের বিনিময়ে আমি তারশত বছরের গুনাহ্খাতা মাফ করে আপনার মত জলীলুল ক্বদর নবী ও রসূল( আলাইহিস সালাম) কে নির্দেশ মুবারক দিয়েছি ,তার জানাযা,দাফন-কাফনের জন্য । হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আয় মহান আল্লাহ পাক! এমন কি আমল রয়েছে যার বিনিময়ে দুইশত বছরের গুনাহ্খাতা মাফ হয়ে যায়? জলীলুল ক্বদর নবী ও রসূল (আলাইহিস সালাম) গোসল,জানাযা,ও দাফন-কাফনের জন্য নির্দেশ প্রাপ্ত হন?
মহান আল্লাহ পাক বলেন, ঐ ব্যক্তি তাওরাত কিতাব পাঠ করত । তাওরাত কিতাবের মধ্যে আমার হাবীব সাইয়্যিদুল মুরসালীন,ইমামুল মুরসালীন, খাতামুন্নাবিয়্যীন,নূরে মুজাসসাম,হাবীবুল্লাহ ,হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র যিকির বা পবিত্র নাম মুবারক রয়েছে । যখনই আমার হাবীব নূরে মুজাসসাম,হাবীবুল্লাহ ,হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র যিকির বা পবিত্র নাম মুবারক আসতো তখনই সে অত্যন্ত মুহব্বতের সাথে আমার হাবীব নূরে মুজাসসাম,হাবীবুল্লাহ ,হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র যিকির বা পবিত্র নাম মুবারক চুম্বন করতো । এ কারণেই আমি(মহান আল্লাহ পাক ) তার দুইশত বছরের গুনাহ্খাতা ক্ষমা করে আপনার মতো জলীলুল ক্বদর নবী ও রসূল (আলাইহিস সালাম) কে নির্দেশ মুবারক দিয়েছি তার গোসল,জানাযা ও দাফন-কাফনের জন্য । সুবহানাল্লাহ্।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন