>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফের সময় সমস্ত ঘর এমনকি বাছরা পর্যন্ত আলোকিত হয়ে যায় ।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফের সময় সমস্ত ঘর এমনকি বাছরা পর্যন্ত আলোকিত হয়ে যায় ।

এ প্রসঙ্গে সুপ্রসিদ্ধ হাদিস বিশারদ আল্লামা মুহম্মদ আব্দুর রউফ মানাবী রহমতুল্লাহি আলাইহি তার মশহুর " ফয়জুল ক্বাদীর শরহে জামিউছ ছগীর " কিতাবের ৩য় খন্ড ৭৬৮ পৃ: তে উল্লেখ করেন,

" হযরত আবুল উজাফা হতে বর্নিত, সাইয়্যিদুল মুরছালিন, ইমামুল মুরছালিন, নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুবারক জবানে ইরশাদ মুবারক করেন, আমার পবিত্র বিলাদত শরীফের সময় আমার সম্মানিত মাতা ( হযরত আম্মাজান আমিনা আলাইহাস সালাম ) দেখেন যে একখানা" নুর মুবারক" তাঁর থেকে আলাদা হয়ে বাছরা শহরের দালান - কোঠা সমূহ আলোকিত করে ফেলেছে ।" সুবহানাল্লাহ্ ।

ফ্বকীহুল মিল্লাত, ইমামুল মুহাদ্দিসীন, শাঈখুল ওলামা, আশেকে রসুল আল্লামা আহমদ আব্দুর রহমান আল বান্না রহমতুল্লাহি আলাইহি তাঁর বিখ্যাত " বুলুগুল আমানী" কিতাবের ২০তম খন্ড, ১৮৩ পৃ: তে উল্লেখ করেন,

" হযরত উসমান ইবনে আবিল আছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, যে রাত্রে নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ্, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র বিলাদত শরীফ লাভ করেন সেই সময়ে আমার মাতা হযরত আমিনা আলাইহাস সালাম উনার নিকট উপস্থিত ছিলেন ।তিনি বলেন, সে রাত্রে আমি ঘরের ভিতর নুর ব্যতীত কিছুই দেখেনি ।" সুবহানাল্লাহ্ ।

অন্য কোন আদম সন্তান জন্মগ্রহণ করার সময় এরুপ ঘটনা ঘটেছে কি? যদি না ঘটে থাকে, তবে নুর নবীজি  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 


আপনার আমার মতো হলেন কি করে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন