>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণ মানুষের ন্যায় মায়ের হেরেম শরীফ থেকে পৃথিবীতে তাশরীফ আনেন নি



 আখেরী রসুল,সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন,নুরে মুজাসসাম, শাফিউল উমাম, রহমাতুল্লীন আলামীন, ছহেবে সালাত ওয়া সালাম, আছলুল কায়েনাত, খাইরুল আলম, খাইরুল বাশার, ছাহেবে আসমা ওয়াল হুসনা, ছাহেবে আলক্বাব, রহমতে আলম, আফজালুল কায়েনাত, ছ্বাহেবে কলম, ছাহেবে মীছাক্ব,সরওয়ারে কাওনাইন, ছাহেবে জামিউল কালিম মুত্তালে আলাল গাইব, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণ মানুষের ন্যায় মায়ের হেরেম শরীফ থেকে পৃথিবীতে তাশরীফ আনেন নি ।

এ ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামায়াতের সকল ইমাম - মুজতাহিদ ও হযরত আউলিয়া কেরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত :---

.

كل مولود غير الانبياء يولد من الفرج وكل الانبياء غير نبينا مولودون من فوق الفرج وتحت السرة واما نبينا صلى الله عليه وسلم فمولود من الخاصرة اليسرى تحت الضلوع.

.

" হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম গন ব্যতীত সমস্ত মানুষই ( স্বীয় মায়ের ) স্বাভাবিক স্থান থেকে জন্ম গ্রহণ করে ।আর সমস্ত হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম গন স্বাভাবিক স্থানের উপর ও নাভির নিচ থেকে ভুমিস্ট হয়েছেন ।আর হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম ( হযরত আমিনা আলাইহাস সালাম উনার ) বাম পার্শ্বের পাঁজরের নিচ থেকে ভুমিষ্ঠ  হয়েছেন ।"( উমদাতুন্নুকুল ফি কাইফিয়াতে ওলাদাতির রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম )

উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হলো যে,

হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সমস্ত হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম গন সাধারণ মানুষের মত ভুমিষ্ঠ  হননি । বরং যিনি খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন তাদেরকে খাছ কুদরতী ভাবে স্বাভাবিক স্থান ব্যতীত অন্যস্থান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ।

এ সম্পর্কে আরো বর্ণিত আছে -

.

.

ولم يصح نقل ان نبيا من الانبياء ولد من الفرج ولهذا افتى المالكية بقتل من قال ان النبى صلى الله عليه وسلم ولد من مجرى البول.

.

" হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম গন স্বীয় মাতার স্বাভাবিক স্বাভাবিক স্থান থেকে জন্ম গ্রহণ করেছেন, একথা সম্পূর্ণ ভাবে অশুদ্ধ । আর এজন্য মালেকি মাযহাবের ইমাম গন ঐ ব্যক্তি কে ক্বতল করার ফতওয়া দিয়েছেন, যে ব্যক্তি বলবে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ( উনার মাতার ) স্বাভাবিক স্থান দিয়ে ভুমিষ্ঠ হয়েছেন ।"( উমদাতুন্নুকুল ফি কাইফিয়াতে ওলাদাতির রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম )

কাজেই একথা সকল কে বিশ্বাস রাখত হবে নুর নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার সম্মানিত আম্মাজানের বাম পাঁজরের নিচ থেকে ভুমিষ্ঠ  হয়েছেন ।অতএব প্রমানিত হলো যে, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম গন ব্যতীত সকল মানুষই মায়ের হেরেম শরীফ থেকে পৃথিবীতে এসেছেন ।যদি তাই হয় বাতিলদের কাছে প্রশ্ন, নুর নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের মতো হলেন কিভাবে?

দলিল :-

তালখিছ,

আত তাহসিল ওয়াল বায়ান,

জামিউল ফুছুলিন,

হাশিয়াতুল আলাশ্ শিফা ,

খোলাছা,

হাশিয়ায়ে জামিউল ফুছুলিন,

ইক্দুছ ছামিন,

তাফসিরে ওয়াহেদি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন