>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

পবিত্র সুরা ইখলাছ শরীফ পাঠ করার ফযিলত

পবিত্র সুরা ইখলাছ শরীফ পাঠ করার ফযিলত

 পবিত্র সুরা ইখলাছ শরীফ  মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ্ শরীফ উনার ১১২ নম্বর সুরা শরীফ । পবিত্র সুরা ইখলাছ শরীফ 

এর আয়াত সংখ্যা ৪। শব্দ সংখ্যা ১৫, অক্ষর ৪৭। এই পবিত্র  সুরা শরীফে মহান আল্লাহ তা'আলা উনার অস্তিত্ব ও সত্ত্বার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। 
এটি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ্ শরীফ উনার অন্যতম ছোট সুরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। পবিত্র সুরা ইখলাছ শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ্ শরীফ উনার তিন ভাগের এক ভাগ ।  
ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক মহান আল্লাহর পাক উনার ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়।
বুখারী শরীফ , মুসলিম শরীফ , আবূ দাউদ শরীফ ও তাফসীরে মাযহারী - তে বর্ণিত আছে ," পবিত্র সুরা ইখলাছ শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ্ শরীফ উনার তিন ভাগের এক ভাগ । "
অর্থাৎ পবিত্র সুরা ইখলাছ শরীফ যদি তিন বার পাঠ করা হয় তাহলে তার আমলনামায় এক খতম মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ্ শরীফ উনার সওয়াব লেখা হয় । সুবহানাল্লাহ্ !

বুখারী শরীফ , তিরমিযী শরীফ , মুসনাদে আহমদ শরীফ ,তাফসীরে ইবনে কাছীর , ও তাফসীরে মাযহারী - তে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু উনার থেকে বর্ণিত আছে ," এক ব্যক্তি
কুল-মাখলূক্বাতের নবী ও রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন , তাজেদারে মদিনা , রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীন, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরয করলেন ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আমি পবিত্র সুরা ইখলাছ শরীফকে খুব মুহব্বত করি । , নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন : পবিত্র সুরা ইখলাছ শরীফ ঊনার মুহব্বত আপনাকে বেহেশতে দাখিল করবে । " সুবহানাল্লাহি ওয়া রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !

পবিত্র সুরা ইখলাছ শরীফ বেশী বেশী পাঠ করলে খুলূছিয়ত পয়দা হয় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন