>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ওলী-আল্লাহগণ উনাদের উপর দরুদ শরীফ পাঠ করার যাবে কি যাবে না ?

ওলী-আল্লাহগণ উনাদের উপর দরুদ শরীফ পাঠ করার যাবে কি যাবে না ?



সুওয়াল : ওলী-আল্লাহগণ উনাদের উপর দরুদ শরীফ পাঠ করার যাবে কি যাবে না ?

জওয়াব: হ্যাঁ ওলী-আল্লাহগণ উনাদের উপর দরুদ শরীফ পাঠ করার যাবে বা জায়িয আছে ।

এপ্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার ২২ পারা ৩৩ সুরা আহযাব শরীফ এর ৪৩ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন , " খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ও উনার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা মু'মিনগণ উনাদের উপর ছলাত ( রহমত ) নাযিল করেন । "সুবহানাল্লাহ্ !
অন্যত্র খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার ১১ নং পারা পবিত্র সুরা তওবা শরীফ উনার ১০৩ পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন , " তাদের মাল থেকে ছদক্বা ( যাকাত ) গ্রহণ করুন । এ দ্বারা তদেরকে পাক - সাফ করুন এবং তাদের জন্য দোয়া ( ছলাত পাঠ ) করুন । নিশ্চয়ই আপনার ছলাত পাঠ তথা দোয়া তাদের জন্য শান্তির কারণ । মহান আল্লাহ পাক তিনি সবকিছু শুনেন ও জানেন । " সুবহানাল্লাহ্ !
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদিস শরীফ উনার কিতাব "মুসলিম শরীফ ও বুলুগুল মারাম " এ বর্ণিত আছে , হযরত আব্দুল্লাহ বিন আবূ আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত যে , যখন কোনো সম্প্রদায় কুল-মাখলূক্বাতের নবী ও রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন তাজেদারে মদিনা , রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীন, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট হাযির হতেন তখন তিনি বলতেন , " আল্লাহুম্মা ছল্লি আলাইহিম " অর্থাৎ হে আল্লাহ পাক আপনি তাদের উপর ছলাত ( রহমত ) নাযিল করুন । "
সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদিস শরীফ উনার কিতাব " বুখারী শরীফ ও মিশকাত শরীফে " একই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদিস শরীফ অন্যভাবে বর্ণিত আছে ।

উপরোক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হাদিস - এর দ্বারা প্রমাণিত হলো যে ওলী-আল্লাহগণ উনাদের উপর দরুদ শরীফ পাঠ করার যাবে বা জায়িয আছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন