>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

পবিত্র সম্মানিত দরুদ শরীফ পাঠের ফযীলত

পবিত্র সম্মানিত দরুদ শরীফ পাঠের ফযীলত --পর্ব ০২

পবিত্র ছলাত ও সালাম (পবিত্র দরুদ শরীফ) পাঠের ফজিলত পর্ব----০১

আল্লাহুম্মা ছল্লি 'আলা সাইয়্যিদিনা  ওয়া নাবিয়্যীনা ওয়া  হাবীবিনা  ওয়া  শাফীয়িনা  ওয়া  মাওলানা মুহাম্মাদিনিন্নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহী ওয়া সাল্লিম।


"তিরমিযী শরীফ " উনার মধ্যে বর্ণিত আছে , আল্লাহ পাক উনার হাবীব  সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন , " দো'আ আসমান ও যমীনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে , যতক্ষণ আমার উপর সম্মানিত দরুদ শরীফ পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত কোন দো'আ-ই ( মহান আল্লাহ পাক উনার নিকট  ) পৌঁছে না । সুতরাং তোমরা দো'আ-র প্রথমে  , মধ্যে ও শেষে আমার উপর সম্মানিত দরুদ শরীফ পাঠ করো । 

মুসনাদে আহমাদ শরীফ , নাসায়ী  শরীফ , ইবনে হাব্বান শরীফে " তে বর্ণিত আছে , সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন , '' যে ব্যক্তির নিকট আমার আলোচনা মুবারক করা হয় তার জন্য আমার সম্মানিত দরুদ শরীফ পাঠানো উচিত । আর যে আমার উপর একবার সম্মানিত দরুদ শরীফ পাঠাবে, মহান আল্লাহ পাক তার উপর সম্মানিত দশবার  দরুদ ( রহমত )  শরীফ নাযিল করেন । আর দশটি গুনাহ মাফ করে দিবেন ও তার মর্যাদা  দশ  গুণ  বাড়িয়ে দিবেন। "

সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !

"তিরমিযী শরীফ  ও ইবনে হাব্বান শরীফে "  তে বর্ণিত আছে , সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন , '' নিশ্চয়ই ক্বিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সর্বাধিক প্রিয় হবে , যে আমার উপর সবচেয়ে বেশি পরিমানে সম্মানিত দরুদ শরীফ পাঠ করে । "

সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !

" তবারানী শরীফ " উনার  একখানা রেওয়ায়েতে  সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন , '' যে ব্যক্তি সকালে ১০ বার ও বিকালে  ১০  বার সম্মানিত দরুদ শরীফ পাঠ করে , ক্বিয়ামতের দিন সে আমার  সুপারিশ অবশ্যই পাবে । " 

সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !

"তবারানী শরীফ " উনার  মধ্যে বর্ণিত আরেকখানা  সম্মানিত হাদীছ  শরীফ -এ  রেওয়ায়েতে  সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন , '' যে ব্যক্তি আমার উপর একবার সম্মানিত দরুদ শরীফ  পাঠ করে , মহান আল্লাহ পাক তিনি তার উপর দশবার সম্মানিত দরুদ শরীফ পাঠ করেন এবং যে আমার ১০ বার সম্মানিত দরুদ শরীফ পাঠ করে মহান আল্লাহ পাক তিনি তার উপর ১০০ শত বর সম্মানিত দরুদ শরীফ পাঠ করেন ।"

আর তার কাপলে লিখে দেন - " এই ব্যক্তি মুনাফিকী ও দোযখ হতে মুক্তি প্রাপ্ত ।" আর ক্বিয়ামতের দিন শহীদগণ উনাদের সাথে তার হাশর-নাশর হবে । 

সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !

সুতরাং  আমাদেরকে নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার সুপারিশ মুবারক পেতে আমাদের কে  অত্যন্ত মুহব্বত, জওক - শওক , তাযীম-তাকরীমরের সাথে পবিত্র ছলাত ও সালাম  শরীফ তথা পবিত্র দরুদ শরীফ সদা সর্বদা পাঠ করতে  হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন