>

*** শাফিউল উমাম,রউফুর রহীম, রহমাতুল্লীল আলামিন , নুরে মুজাসসাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ'যম , সাইয়্যিদে ঈদে আকবর ,কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ফযিলত মুবারক*** *** দুই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের লাশ মুবারক দ্বিতীয় বার দাফন মুবারক*** *** সম্মানিত মুজাদ্দিদ আলাইহিমুস সালাম উনাদের বিশুদ্ধ তালিকা*** *** আওলাদে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে আর্থিকভাবে খিদমত মুবারকে যারা আঞ্জাম দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয়কালেই শাফায়াত মুবারক লাভ করবেন।***

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

পবিত্র ছলাত ও সালাম (পবিত্র দরুদ শরীফ) পাঠের ফজিলত

পবিত্র ছলাত ও সালাম (পবিত্র দরুদ শরীফ) পাঠের ফজিলত
পবিত্র ছলাত ও সালাম (পবিত্র দরুদ শরীফ) পাঠের ফজিলত পর্ব ------ ০১




আল্লাহুম্মা ছল্লি 'আলা সাইয়্যিদিনা  ওয়া নাবিয়্যীনা ওয়া  হাবীবিনা  ওয়া  শাফীয়িনা  ওয়া  মাওলানা মুহাম্মাদিনিন্নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহী ওয়া সাল্লিম।

 

সমস্ত প্রশংসা খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার, যিনি একক,অন্ন্ত,অসীম,চিরজীবি,সর্বশক্তিমান ,সর্বজ্ঞানী, এবং উনার সন্তুষ্টি মুবারক লাভই জিন ও ইনসানের একমাত্র কাম্য। আর আমাদের প্রাণের আক্বা, তাজেদারে মদিনা , সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর অনন্তকালের তরে অগণিত ছলাত ও সালাম শরীফ ( দরুদ ও সালাম শরীফ)।

খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার ৩৩ নং"সুরা আহযাব "শরীফ উনার ৫৬ নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন -

"ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউছল্লু-না আলান নাবিয়্যী ইয়া আইউহাল্লাযীনা আমানু ছল্লু আলাইহি ওয়া সাল্লিমু- তাসলিমা।"

 অর্থ: "নিশ্চয় খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম গণ সকলেই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি দরুদ ও সালাম শরীফ পাঠ করে থাকেন। হে ইমানদারগণ! তোমরাও সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি দরুদ ও সালাম শরীফ প্রেরণ করার মতো প্রেরন কর।"

এই মহাপবিত্র আয়াত শরীফ খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন , তিনি(মহান আল্লাহ পাক ) নিজে ও তাঁর সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম গণ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি দরুদ ও সালাম শরীফ পাঠ করে থাকেন এবং আমাদেরকে তথা যারা ইমানদার দাবি করে তাদেরকেও সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি দরুদ ও সালাম শরীফ পাঠ করার আদেশ করেছেন। খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ও তাঁর সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম গণ যা করেছেন,করতেছেন এবং অনন্তকালব্যাপী করতে থাকবেন এবং যা করার আমাদেরকে তথা যারা ইমানদার দাবি করে তাঁদেরকে করার জন্য আদেশ করেছেন ইহার চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে ? পবিত্র কালামুল্লাহ শরীফ,পবিত্র হাদিস শরীফে পবিত্র দরুদ শরীফ পাঠ করার বহু ফযিলত বর্ণিত আছে। দরুদ শরীফ ইবাদতের প্রধান অঙ্গ। দরুদ শরীফ যোগে ইবাদত না করলে ইবাদত অসম্পূর্ণ থেকে যায়। প্রত্যেক দো'আা ও মুনাজাতে পবিত্র দরুদ শরীফ পাঠ না করলে দো'আ আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। সুতরাং প্রত্যেক দো'আা ও মুনাজাতে পূর্বে পবিত্র দরুদ শরীফ অবশ্যই্ অবশ্যই পাঠ করতে হবে। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাফায়াত মুবারক পেতে সদা সর্বদা পবিত্র দরুদ শরীফ অবশ্যই্ অবশ্যই পাঠ করতে হবে।

 যারা খাছ মুহবত, তাযীম-তাকরীমের সাথে পবিত্র ছলাত ও সালাম শরীফ পাঠ করেন তাদের প্রেরিত পবিত্র ছলাত ও সালাম শরীফ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি ই শুনতে পান পবিত্র হাদিস শরীফ উনার মধ্যে উল্লেখ আছে।

 আর যারা আম ভাবে পবিত্র ছলাত ও সালাম শরীফ পাঠ করেন তাদের প্রেরিত পবিত্র ছলাত ও সালাম শরীফ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে পৌঁছানো হয় বলে পবিত্র হাদিস শরীফ উনার মধ্যে উল্লেখ আছে।

 যেমন, এ প্রসঙ্গে "দালায়েলুল খায়রত" নামক গ্রন্থের ভূমিকায় উল্লেখ আছে,

" হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ,আপনার থেকে দূরে অবস্থানকারী ও পরবর্তীকালে ধরাধামে আগমনকারীদের দরুদ শরীফ পাঠ আপনার দৃষ্টিতে কি রকম হবে? তিনি ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) ইরশাদ মুবারক করেন , আন্তরিক, অকৃত্রিম ভালবাসা সহকারে পবিত্র দরুদ শরীফ পাঠকারীদের পবিত্র দরুদ শরীফ আমি ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) নিজেই শুনি এবং তাদেরকেও চিনি । আর যাদের অন্তরে আমার ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) প্রতি আন্তরিক ও অকৃত্রিম ভালবাসা নেই তাদের পবিত্র দরুদ শরীফ আমার কাছে পেশ করা হয়।"

 আল্লামা ইবনে কাইয়্যূম রচিত " জিলাউল ইফহাম"গ্রন্থের ৭৩ পৃঃ ১০৮ নং হাদিস শরীফ আছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন:----

 " যে কোন ব্যক্তি আমার( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) প্রতি পবিত্র দরুদ শরীফ পাঠ করল পাঠকের আওয়াজ আমার কাছে পৌঁছে। এমন কি আমরা জিজ্ঞাসা করলাম ," ইহা আপনার বিছাল শরীফ উনার পরও? উত্তরে হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হ্যাঁ, এ নিয়ম আমার ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) বিছাল শরীফ উনার পরও বলবৎ থাকবে।"

 " জিলাউল ইফহাম" গ্রন্থের ৭৩ পৃঃ হযরতুল আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি রচিত " আনসুল জলীস " গ্রন্থের ২২৭ পৃঃ বরাতে উল্লখ আছে,

 সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন:---- " হে আমার ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) হযরত সাহাবায়ে -ই- কিরাম (রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুম) গণ প্রতি ইয়াওমুল ইছলাইলিন আযীম শরীফ (সোমবার শরীফ) ও ইয়াওমুল জু'মাআহ ( শুক্রবার ) আমার ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) উনার বিছাল শরীফের পর বেশি করে পবিত্র দরুদ শরীফ পাঠ করবেন। আপনাদের পবিত্র দরুদ শরীফ আমি ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) সরাসরি শুনি ।"

"দারেমী শরীফ " উনার মধ্যে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন:----

 " নিশ্চয়ই খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার নিকট সারা দুনিয়াতে বিচরণকারী এমন কতিপয় হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম রয়েছেন যারা (হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ) আমার ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) উম্মতগণের আমার ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) নিকট পৌঁছিয়ে থাকেন।"

অন্যত্র পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে ,

"হযরত আবু হুরাইয়া রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু তিনি বর্ণনা করেন,পবিত্র দরুদ শরীফ পাঠ করা মাত্র এই পবিত্র ছলাত ও সালাম তথা দরুদ শরীফ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে পৌঁছে দেয়ার জন্য খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি একজন হযরত ফেরেশতা আলাইহিস সালাম পাঠিয়ে দেন। একজন হযরত ফেরেশতা আলাইহিস সালাম সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে উপস্থিত হয়ে আরয করেন ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! অমুকের পুত্র অমুক ব্যক্তি আপনার প্রতি এই পবিত্র দরুদ শরীফ পাঠ করেছেন।সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহা শুনা মাত্র পবিত্র দরুদ শরীফ উনার উত্তর স্বরুপ পাঠকারীর জন্য খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক পবিত্র দরবার শরীফে দো'আা মুবারক করবেন।অতঃপর ঐ হযরত ফেরেশতা আলাইহিস সালাম আরশে আযীমের নিকট উপস্থিত হন এবং বলেন যে,অমুক ব্যক্তি আপনার (খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক ) রসূলের ( হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) উপর পবিত্র দরুদ শরীফ পাঠ করেছেন। তখন খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক বলেন যে,ঐ ব্যক্তির জন্য আমার (খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক ) তরফ হতে ১০টি নেকী পাঠিয়ে দাও এবং তার ১০ টি গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহি ওয়া রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !


 মূলত্ব শুধু পবিত্র দরুদ শরীফ ও সালামই নয় বরং উম্মতের সমস্ত আমলই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীনা, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে পেশ করা হয়। সুতরাং আমরা অত্যন্ত মুহব্বত, জওক - শওক , তাযীম-তাকরীমরের সাথে পবিত্র ছলাত ও সালাম শরীফ তথা পবিত্র দরুদ শরীফ সদা সর্বদা পাঠ করব।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন